T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় শুভদীপ চক্রবর্তী

মায়া

ভালোবাসার আঁচলে জড়িয়ে থাকে
সুগভীর এক মায়া,
কুয়াশা-বিষণ্নতা,
ঝুরো ঝুরো চাঁদের আলো।
জীবনের রোদে শুয়ে
আকাশ দেখতে দেখতে,
হাওয়ার সাথে কথা বলতে বলতে,
ডানা গুটিয়ে ঘুমিয়ে পড়ি।
কোথায় যেন –
বাউল গান বাজে,
ধানগন্ধ লাগে।

তবু, আজও –
ছুঁয়ে উঠতে পারলাম না তোমায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।