আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ সুব্রত চৌধুরী (আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র)

একুশ আমার
একুশ আমার মায়ের ভাষা
রাষ্ট্রভাষার সুখে,
সবুজ লালের নিশান মাঝে
শহীদ ভাইয়ের মুখে।
একুশ আমার বজ্রমুঠি
প্রতিবাদের ভাষা,
নোনা ঘামে কিষান মজুর
বেঁচে থাকার আশা।
একুশ আমার আবীর রঙে
হিরণ্ময়ী ভোরে,
খোকা এসে বীরের বেশে
কড়া নাড়ে দোরে।
একুশ আমার নগ্ন পায়ে
শোকের বিউগল সুরে,
শোকের মাতম দিকে দিকে
ঢাকার আজিমপুরে।