আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ শঙ্করী চক্রবর্তী

অমর বাঙলা ভাষা
একটা ভাষার জন্য সৃষ্টি হতে পারে একটা নতুন দেশ
ভাষার নামে নামে চিহ্নিত হয় একটা স্বাধীন দেশ।
সারা বিশ্বে নেইকো নজির এমন স্বাধীনতার
রক্ত দিয়ে মান বাড়ালো ইতিহাসের পাতার।
সালাম, বরকত, জব্বার, রফিক আরো কত ছেলে
মাতৃভাষার জন্য জীবন দেবার সাহস কোথায় পেলে!
সোনার দেশের সোনার ছেলে অমর হয়ে থাক,
দ্বিধা, দ্বন্দ্ব, বিভেদ সবার মন থেকে দূরে যাক্।