শব্দেরা সম্পন্ন হয় I
মাঠে মাঠে ফুলে উঠে ধান ,
কাছে এসে চেনা এক মেঘ
দিয়ে যায় মন্ত্রটি একার —
আমার ছিলোনা কথা
কোনদিন কবিতা লেখার I
তবু লিখি গ্রাম ভরে
ভরে উঠে অলৌকিক ধান I
শব্দের দ্রুত হ্রেষারবে
ফালাফালা করে দেয় সুখ
মাঠে মাঠে জ্বলে উঠে গ্রাম I
তেমন তো ছিলনা কথা
শুধুমাত্র ছন্দের কথায়
এতটা বিশ্বাস করে
এতো দূর চলে আসা খুব ,
সমস্তই পড়ে আছে
বাতিস্তম্ভ : সাজানো মিনার
উড়ে আসে হারানো শালিখ ,
তাই এসো কুড়িয়ে এবার
ভাগ করে দিয়ে দিই
একমাত্র নিজের ব্যাথার
খুটে খাওয়া সুখগুলি তার I
যদি কোন উদাসি পাঠক
পেয়ে যায় হারানো বিশ্বাস I
শব্দেরা উড়ুক মেঘে
ধরে রাখি কণামাত্র ভার I