মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৪
বিষয় – বেঁচে থাকাটাই আজ উৎসব / অশনিসংকেত / বিহু উৎসব
শুধুই বাঁচার আর্তি
দিকে দিকে আজ হাহাকার
শুধু প্রাণ রক্ষার তরে,
বুভুক্ষুর মতো সবে
প্রিয়জনের প্রাণ ভিক্ষা করে।
কারো অসহায় আর্তনাদ,
কারো বা নিরব অশ্রুপাত,
জীবনের রঙ্গমঞ্চে
সহসাই যবনিকাপাত!
ভেঙে পড়েছে পরিকাঠামো,
ত্রাতাও নয় সুরক্ষিত,
সামাজিক দূরত্ব মাঝে
জীবনযাপন সন্ত্রস্ত, ভীত।
নিত্য নতুন আবিষ্কারে
বিজ্ঞান শুধুই জীবনের পথ খোঁজে,
বেঁচে থাকাই আজ উৎসব
মন মগজও আজ বোঝে।
কাড়ছে সহস্র প্রাণ
ক্ষমতায়নের অদম্য নেশা,
অস্ত্রহীন এই যুদ্ধে
বদলে গেছে সভ্যতার পরিভাষা!
নেই খাদ্য, নেই স্বাস্থ্য,
নেই জীবনের আশ্বাস,
অনুজীবের কবলিত
মানবজাতির উঠেছে নাভিঃশ্বাস।
মনের কালিমার প্রতিফলন যেন,
ফুটে ওঠে আজ জীবনের ক্যানভাসে।
সভ্যতার সমাধি ‘পরে,
লালসার দানব অট্টহাসে।।