মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৭
বিষয় – অক্ষয় তৃতীয়া / কালবৈশাখী / ঈদ
অক্ষয় হোক
আজি এ পুণ্যতিথিথে অক্ষয় হোক সবার জীবন,
যা কিছু আছে জরা- ব্যধি দূর হোক সবই।
দূর হোক সকল অশুভ শক্তি, বুদ্ধি,
অক্ষয় হোক মানবিকতা, জাগুক তা আপন বিবেকের দ্বারে।
মননে- চেতনে অক্ষয় হোক সৃষ্টি সৃজনের সম্ভার,
নব নব সৃষ্টির উৎসবে মাতুক এ ধরা।
অক্ষয় হোক নদীর উচ্ছল বহমানতার কলতান,
প্রকৃতির চির সবুজ শ্যামলিমা অক্ষয় হোক।
সকল ভেদাভেদ ঘুচে গিয়ে অক্ষয় হোক আদি অকৃত্রিম মানব পরিচয়,
অক্ষয় হোক সকল ধর্মের একাত্মতায় ভালোবাসার বাণী।
অক্ষয় হোক এ ধরার নিজস্বতা আপন ধারায়,
সকল জীবের সহাবস্থানের এ বাসভূমি অক্ষয় হোক।
সকল দ্বিধা- দ্বন্দ্ব নাশ হয়ে, অক্ষয় হোক মানবতার বন্ধন,
সকল হৃদয় বহন করুক শ্রদ্ধা, ভালোবাসা, ভাতৃত্ব, বন্ধুত্বের ফল্গুধারা।
অক্ষয় হোক সম্পর্কের সব সুতোর ডোর,
দৃঢ় হোক সকল বন্ধন জীবনে, যাপনে।
অক্ষয় হোক প্রেম, প্রীতি, ভালোবাসা, সকল অনুভূতি নিজস্বতায়,
সকল হানাহানি, হিংসা, দ্বেষ হোক বিলুপ্ত।
সকল সমাজ তথা মনের অন্ধত্ব কালিমা দূরীভূত হয়ে,
অক্ষয় হোক আলোর প্রকাশ প্রতি মনে, প্রতি জনে।।