মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৮
বিষয় – বোহেমিয়ান/ সংকল্প/ কোলাজ
বোহেমিয়ান যাপন
ঘাটের বাঁধন ছিন্ন করে, ফেরারী মনের ডাক,
বোহেমিয়ান যাপন জুড়েই, জীবনের উল্লাস।
গতিপথের পিছনপানে, নুড়ি জমা রাশি রাশি,
হরেক রঙের প্রজাপতি মন, পাখনা মেলে আসি।
বহুদূরে বাজে সানাই, ঘরের শিকল বেয়ে,
আধো ঘুমে, জাগরণে, স্বপ্ন ছড়ায় বন্য মেয়ে।
মনের মাঝে দাপিয়ে বেড়ায়, আদিম রিপুর টান,
হারিয়ে যাওয়ার সুগম পথে, উদাত্ত আহ্বান।
রামধনু রঙের সুরমা আঁকা, চোখ দুখানি জুড়ে,
জীবন খাতার পাতাগুলি সব, গল্পে যায় যে ভরে।
মরু, সাগর, পাহাড় ডেঙে, অসীমে দিতে পাড়ি,
হিসেবগুলো বেহিসাবি হয়, নিয়ম- নীতি ছাড়ি।
এমনই কিছু লাগামহীন পা, ভেড়ে ঘরছাড়াদের দলে,
নামগুলো সব গোত্রহীন, বেনামী ঠিকানার খোঁজে চলে।
মন- মননের আঁতুরঘরে, স্বপ্নবীজের বেসাতি,
শ্বাসবায়ুরই আকরে যেন, সুপ্ত ডানার আকুতি।।