প্রকৃতির নিয়মে ঋতু পরিবর্তন হয়,
তবে মন কি সর্বদা তার পরশ পায়?
রাঙা বধূ বেশে বসন্ত আসে প্রতিবার,
তবু সবার জীবন কি রাঙাতে পারে তার ফাগের বাহার?
কিছু বসন্ত হয় বিবর্ণ মৌণ বিধূর
পাতা ঝরানোর দেশে, যেন শীর্ণ, করুণ, কাতর,
শীতের রুক্ষতা লেগে থাকে তার গায়ে,
যেন কুয়াশার মলিন চাদর রয়েছে জড়ায়ে।
মন অঙ্গনে ফোটেনা কোনো শিমূল, পলাশ বা কৃষ্ণচূড়া,
প্রকৃতিও সেথা বিরহী বিধূর, পরে না প্রেমের ধড়াচূড়া।
বয় না দখিনা পবন মহুয়ার গন্ধ মেখে,
বাজে না মাদলের বোল ভালোবাসার পরশ রেখে।
ফাগের রঙও সেথা বড়োই ফিকে, ধূসর, বিবর্ণ,
বধূ বেশ সেথা ধূলিতে লুটায়, বসন্ত হয় সেথা গৌণ।
মনঘরই নির্ধারণ করে জীবনে ঋতুর আসা যাওয়া,
কখনো বসন্তেও আসে রুক্ষ শীত, কভু বা খর গ্রীষ্মেও বয় মধুর দখিনা হাওয়া।।