মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৯
বিষয় – শিশির বিন্দু/ ফেবু লেখক/ সমালোচনা
শিশির ঝরছে
শিশির ঝরছে, পড়ছে ঘাসের ডগায়,
কেউ কি কাঁদছে অবোধ নীরবতায়?
চাঁদের ঐ চোয়ানো পেলব নীলে,
যাচ্ছে কি তার ব্যথার বিষ মিলে?
শিশির ঝরছে, পড়ছে ইতি উতি,
মনের দুয়ারে কড়া নাড়ছে স্মৃতি।
রাতের শরীরে তারাদের রোশনাই,
আর মনের মাঝে বিদায়েরই সানাই!
শিশির ঝরছে, পড়ছে শার্সিতে,
মন কি কাউকে খুঁজছে নিজ আরশিতে?
হায়রে মন, কেবলই হারিয়ে খুঁজে মরে,
বেঘর হয় এ জীবনে বারে বারে!
শিশির ঝরছে, পড়ছে লতায়-পাতায়,
শেষ গল্প কেউ লিখছে বুঝি খাতায়।
রজনীগন্ধা তাই গন্ধ দিচ্ছে ঢেলে,
কার জীবন তরী যে ছুটছে ত্বরায় পাল তুলে।
শিশির হাসছে, ভোরের সোহাগী রোদে,
লক্ষ হীরের দ্যুতির অম্লান জেদে।
রাত পুহিয়েছে, ফুরিয়েছে নয় একটি জীবনের গল্প,
নবপ্রভাতের নবপ্রকাশে নবজীবন যে সাজছে আবার অল্প-স্বল্প।।