দীর্ঘদিন পরে তোমার ঘুম ভেঙেছে ঠিক মাঝ রাতে
কাছে দূরে সবাই নিদ্রামগ্ন ; একাকিনী তুমি জেগে
জানলা খুলে শ্বাস নিতে চাইলে, বাইরে মধুর বুনো গন্ধ
তুমি আকাশ দেখো নি বহুদিন, মাঝ রাতে সিঁড়ি কথা বলে
চন্দ্রালোকিত একশো তারায় একলা আকাশ চুপ
আজ মন চাইছে তারা চিনতে, লুব্ধক, বেটেলজাস
লুব্ধক পৃথিবীর খুব কাছের তারা, পৃথিবীর আত্মীয়
তুমি নিজের ভেতরে যতটা নির্জন হতে পেরেছো
তত তারায় ভরেছে আকাশ, অন্ধকার ও হয়েছে ফিকে
বাকি রাত তুমি আকাশের নীচে তারাদের প্রভা মাখো
যে তারা অগস্ত্য সেই তারার আর এক নাম ক্যানোপাস
যা চলে গেছে তা আর আসে না ফিরে, সবই অগস্ত্য যাত্রা
জোছনা ফুরিয়ে এবার ভোর হবে, আলোকিত চারদিক
সবই কি তোমার ভ্রম ছিলো! লুন্ধক, বেটেলজাস, অগস্ত্য?
এবার তুমি দীর্ঘ ঘুমে যাও, আবার জেগে উঠে দেখো
সব তারাদের নাম বদলে গেছে।