T3 নববর্ষ সংখ্যায় শুভঙ্কর চট্টোপাধ্যায়

আলো হয়ে এলে
পৃথিবীর এক প্রান্তে এসে দাঁড়িয়েছি।
পরিবার,পরিজন,আত্মীয় বলতে শুধু
হয় তুমি, নাহলে ঈশ্বর।
কতজন বলে গেছে, মর।
মরে যেতে চাইতে পারিনি।
প্রতিদিন হেরে যেতে যেতে,
বারবার মরে যেতে যেতে
যখন সমস্ত আলো প্রায়-প্রায়
নিভে এসেছিলো,
তখনই জ্যোতিষ্ক হয়ে
বেসেছিলে আদিগন্ত ভালো।
আর আমি পেছনে দেখিনি।
হেরে যেতে যেতে আমি
হঠাৎ তুমুল জিতে গেছি।
কবিতার রাজ্যপাট,
আদরের মাঠঘাট
সবকিছু ফেরত পেয়েছি।
এমন বসন্তদিনে
বেঁধেছো হৃদয়ঋণে
মন থেকে তোমাকে চেয়েছি।