মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৩
বিষয় – পোড়া বাঁশি/ মরশুম/ জিগীষা
মোহনবাঁশি
আজও কোথাও কোন সুদূরে
মোহনবাঁশি বাজে,
মন হারানো, ব্যাথার সুরে
ফাগুন সাজে লাজে।
আলসে রাখা তানপুরাটা
হঠাৎ ধুলো ঝেড়ে,
বাজছে মনের সংগোপনে
ছেঁড়া তারের বাঁধন জুড়ে।
উদাসী মনের জানলাগুলো
আজকে যে হাটখোলা,
বেখেয়ালি মন হতে চায়
আজকে যে পথভোলা।
নীল আকাশে ধূসর মেঘের
নিত্য আনাগোনা,
বাউল বাতাস আজো জানে
অপেক্ষায় দিন গোনা।
মেঘদূত তুই বার্তা ববি
সুদূর পিয়ার কাছে,
আজো যেখানে নয়ন জলে
নিত্য হৃদয় ভেজে।।