T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ শুভঙ্কর চট্টোপাধ্যায়

সরস্বতীর বই
আমরা এদিন অঞ্জলি দিই
মন্ত্র রাখি বুকে
পৈতে যাঁদের উপার্জনের
আজকে বেজায় সুখে
মুখস্থ শ্লোক আউড়ে চলেন
ব্যস্ত পেশাদার,
দেবীর পায়ে শ্রদ্ধা দিতে
ওসব কী দরকার?
কলম জুড়ে থাকলে তিনি
শুদ্ধ হলে মন
লাগে না আর কিছুই জানি
তুষ্ট তিনি হন।
আমরা ভাবি পুণ্য নিয়ে
আগলে রাখি কুল
বই-খাতা-পেন শিকেয় তুলে
তুমুল হুলুস্থুল।
হাজার হাজার সরস্বতীর
নেই খাতা,নেই বই
মহার্ঘ্য এই আড়ম্বরে
তাদের হিসেব কই?
চিনলে ওদের তবেই পুজো,
খাইয়ে ওদের ভোগ
ওদের পড়ার ব্যবস্থাতেই
দেবীর পূজার যোগ।