T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ সুদীপ্তা চট্টোপাধ্যায়

যখন দুয়ারে ভ্যালেন্টাইন এবং সরস্বতী পূজা ….

যখন প্রজাপতি মন
কারণে উচাটন / অকারণে উন্মন
যখন অভিমানী মন
বারে বারে পেতে চায়/ সেই অনুপম ক্ষণ …

বসন্ত এসে গেছে …

যে ভাবে কোনরকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ হিউস্টনের বাতাসে ঝুরোঝুরো নামে বরফ,
সেভাবেই কোন এক অভিবাসী শীতসকালে চুপি চুপি ফুটে ওঠে বসন্ত, পাতা ঝরা মনমরা গাছেদের গায়ে প্রলেপে প্রলেপে তখন রঙহীন রংবাজী

এই আমাদের অভিবাসী জীবনের নিজস্ব ভ্যালেনটাইন …

সুদূরে কোথাও তখন রুদ্রপলাশে কোকিলের কুহুতান, রাস্তায় রাস্তায় ছোটছোট হলুদ প্রজাপতীদের ডানায় ডানায় বদ্ধ কোকুনের বাঁধনছেঁড়ার তুমুল উচ্ছাস!
সরস্বতীর স্ত্রোত্র পাঠ ,অঞ্জলিতে ফুলেদের ওড়াউড়ির মাঝে আড়াল আবডালে কারো কারো আড়চোখের অলৌকিক সেতু
“দৃষ্টির সীমায় তখন কে যে বাঁধছে কাহারে?”

বাসন্তী শাড়িতে, বসন্তঅক্ষরের পলাশরং প্রেমালাপে এই আমাদের নিজস্ব ভ্যালেনটাইন …

ক্লোজআপে তখন শুভ্র বস্ত্র ,গলায় জড়ানো পট্টবস্ত্রের শুদ্ধতা,আর পুরোহিতের নির্মোহ চাউনি।
কুচযুগশোভিত মুক্তাহারে যে বসে শ্বেতপদ্মে এইসব তাঁরই জন্যে …

মাঝ বয়সের বসন্তেও কখনও অজস্র মুগ্ধতার ইশারা, একটু কথার ছল…
হঠাৎ ছলকে পরা অবাধ্য আঁচল…মেদবহুল কোমরেও যেন অদৃশ্য এক ঠমক…
কারো চোখে চোখ মেলানোর অনন্ত প্রয়াস …
যেন আশ্চর্য কিছু একটা এখনই ঘটবে …

সাতসকালেই তুমি চাঁদ হবে
নিবিড় নামবে সাঁঝ
হঠাৎ জ্বলে উঠবে জোনাকীহাট
কোথাও কেনি জি’র চাপা ঠোঁটে
ডুকরে উঠবে স্যাক্সোফোনের আকুল সুর
loving you …

ভরভরন্ত সাতসতেরোয় ভরা মধ্যবয়সের সংসারেও বসন্তপঞ্চমী যেন ভ্যালেন্টাইনের টপলেস Crazy girls …

আসলে বসন্ত পঞ্চমী পাল্টায় না …যেমন পাল্টায় না ভ্যালেন্টাইন …
বদলায় না তার চিরন্তণ রূপ ভালবাসার কণ্ঠিবদলে শুধু পাল্টে যায় মুখ
হয়ত সময়ের সাথে পাল্টে যায় তার ভ্রুভঙ্গী তবু নিমগ্নপঞ্চমীদের দিঠিতে আজও জেগে থাকে বসন্তদের নিশ্চুপ আড়ালঅপেক্ষা …মনভ্রমণতরঙ্গে সঞ্চারিত ছোটছোট আবেগ …বিরহমাখা ঢেউ…আর চোরাদৃষ্টির সাঁকো…
কোন এক আকুল ঝড়রাতে দুষ্টু আঁড়বাঁশিতে আজও বেজে ওঠে কারো বিহ্বল সুর …
আর কোন এক বসন্তপঞ্চমীর সকালে মিশে যায় ভ্যালেন্টাইনের ভালবাসার দুপুর ….

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *