T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শ্রীপর্ণা চ্যাটার্জি
by
·
Published
· Updated
মোহনার অভিমুখে সময়ের অভিলাষ…
তোমার আমার রোজের নির্দিষ্ট প্রবাহস্রোতে মেশে অভিযোগের বাক্যজাল,
সুক্ষ ধূলিকণার মতো হাওয়ায় মেশে মস্তিষ্কাংশ
ধুলোয় মেশে তৈরী হওয়া প্রাণ…
ঘটে পুনরাবৃত্তি
পেরিয়ে যায় সময়–
মোহনার মুখে গড়ে ওঠে বদ্বীপসম দেহ,
অতিক্রম যদিও আপেক্ষিক-
জীবন নামক আবহাওয়ায় ঘূর্ণাবর্তের চেয়ে নিম্নচাপটাই শ্রেয়…
মুখভার করে রোজের নিরিখে আকাশ,
আমার জানালা বেয়ে আসে আধুনিক আলো
তৈরি হয় অনিশ্চয়তার প্রতিযোগিতা…
তুমি আমি চেয়ে দেখি
চুপি সাড়ে গড়ে ওঠে কোনো মস্তিস্ক প্রসূত নারী,
থমকে যায় সময়;–
পেরিয়ে যায় স্নায়ু গভীর কোনো অসমজালে,
পেরিয়ে যায় যুগ।
মোহনার মুখে গড়ে ওঠে বদ্বীপসম দেহ,
অতিক্রম যদিও আপেক্ষিক-
জীবন নামক আবহাওয়ায় ঘূর্ণাবর্তের চেয়ে নিম্নচাপটাই শ্রেয়।