T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শেষাদ্রি চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
দিনলিপি
গল্পো গুলি কুড়িয়ে এনেছি
তুমি তো রাখোনি কিছু বাকি
শোধ দিতে ঋণ সব ঋণ
দুয়ারে বেঁধেছো তালাচাবি ۔
চলে গেলে উদাসি পাতায়
নীল মেঘ প্রবাসী যমুনা
ভাঙা বাঁশি পাতায় পাতায়
দেখো কিছু ধার আছে কিনা
প্রতিটি গল্পোই পদাবলী
লিখে রাখে কেও কেও
চিনি , সেরকমই ধূসর বিকেলে
ছাপ ফেলে চলে যায় সেও
খোঁজ নিলে পড়ে থাকে ঢেউ
লেখে তাই বড়ু চন্ডীদাস
তাই লেখে রজকিনী প্রেম
লেখে রাখে সমস্ত আকাশ
এরকমই গল্পো কিছু তার
ছড়িয়েছি আগেও খানিক
আজো কিছু উড়িয়ে দিলাম
আগলে রাখা একটি দুটি ঋক
তবুও দেখো জমিয়ে রাখি কিছু
বিরহ তার ছাড়েনি আজো পিছু I