কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

মেঘ বৃষ্টির কবিতা

এমন করে লাইক দিলি মেঘ !
বৃষ্টি তোর আপন সহপাঠী ?
অনেক দিন পাত্তা ছিল না তোর
এখন দেখি অনেক কিছু বাকি ,
বৃষ্টি তোর দুপুর গুলি কই ?
ভেজা রাতের একটু খানি ওম
পাড়ার লোকে ডেকে পাতায় সই
তাই কি এখন মনে পড়ছে কম ,
কম পড়েছে ভেজা বারান্দায়
সময় কই ব্যস্ত টেলিফোন
এখন যদি পাত্তা নিস্ যেচে
পাথরকুচি পাতায় ঢাকা মন –
মন খারাপের মতন কিছু আলো
পথ ঢেকেছে কখন থেকে শোন
এমন করে লাইক দিলি মেঘ
বৃষ্টি তোর পাড়ার তুতো বোন ?
বৃষ্টি তোর চালের পরে পড়ে
বৃষ্টি তোকে ভেজায় সারাদিন
বৃষ্টি তোকে ভুলেই গেছে মেঘ
আর কবে যে শোধ করবি ঋণ !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।