মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৫
বিষয় – রথযাত্রা/ মাইকেল মধুসূদন
মধুকবি
সাহিত্যের মণিরত্ন আহরণের
কোন সে অমোঘ টানে,
ছেড়েছিলেন আপন দেশ ধর্ম,
নাকি অভিমানে?
জানতে চায়নি কেউ তারে
তার মতন করে,
বুঝতে চায়নি হৃদয় দিয়ে
যতনেতে ভরে।
তাই বুঝি মধুকবির জীবনপাত্রটি
অশ্রুজলেই ভরা,
তবু তাঁর সকল হাহাকারেই যে
বঙ্গভূমির বন্দনাই যায় ধরা!
অমিতাক্ষরের স্রষ্টা তুমি
হে মহান কবিবর,
বঙ্গ সাহিত্য আজ পূজে তোমায়
সম্ভ্রমে মাথা নত করে শতবার।
চরম দারিদ্র্য, লাঞ্ছনা, গঞ্জনাও
কাড়তে পারেনি তোমার সহজাত প্রতিভা,
তাই আজ সাহিত্য জগতে তুমি চির অবিস্মরণীয়,
অবিস্মরণীয় তোমার সকল কাব্যগাথা।
প্রণমি তোমায় শ্রদ্ধাভরে
আপন হৃদয় মাঝে,
হে অপরাজেয় বঙ্গকবি
মধুসূদন নাম যে তোমারেই সাজে।।