• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

প্রারব্ধ

তুমি স্মৃতিভ্রষ্ট হবে তাই
এতো মায়া এঁকে রাখো
কঙ্কাল করোটি জুড়ে রোজ ,
যেদিকেই চলে যাও কানাগলি
ভরে থাকে মৃত্যুর ছায়ায় I
যতই আনন্দে মতো
ফেলে আসা সোনাটা খেয়ালে
কুরে খায় রাতের বিষাদ ,
কিছুই থাকেনা শুধু
করতলে আমলকি মেঘ
জল হয়ে ঝরে পড়ে
বিধাতার অমোঘ আদেশে ,
তুমি স্মৃতিভ্রষ্ট হবে তাই
প্রতিদিন বুনে যাও লতাগুল্মজাল I
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।