ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

ভালো থেকো খুব
গোধূলি বেলার শেষে
কারা যেন বার্তা পাঠায় …” শুভ সন্ধ্যা “।
বাজারে চরম মন্দা !
তবুও আমি কি কম যাই নাকি কিছু ?
মুঠিফোনে রেখে চোখ , মুখ করে নীচু
লিখি … “শুভ সন্ধ্যা ,থেকো খুউব ভালো “।
মিথ্যেটা বলা রপ্ত করেছি বেশ ,
এ বিষয়ে তোমরা কি বলো ?
ভালো থাকা কি সত্যিই সম্ভব ?
মৃত্যু মিছিলে শিরদাঁড়াহীন শুধুই গলিত শব ।
চতুর্দিকে শুধুই নিকষ কালো ।
কালিমায় লেপে দিয়ে সব
চোখ ঠেরে বলি. .. .” ভালো থেকো খুউব “,
কি চরম প্রহসন !
সূর্যে নাকি লেগেছে গ্রহণ ?
শুধুই কি সূর্যে লেগেছে গ্রহণ ?
তারও আছে এক নির্দিষ্ট সময়কাল ।
যে গ্রাস পরিপার্শ্ব জুড়ে বিশ্ব চরাচরে ;
শরীরে ও অশরীরে ;
সে গ্রাস কি কখনোই হবে শেষ ?
দেখা যাবে আনকোরা সূর্য সকাল ?
ছেড়ে দিয়ে হাল
ভবিষৎ নিলামে তুলি
পরিণাম কি হবে
জেনে বা না জেনে।
জীবন সেঁচে কুড়িয়েছি যতো দুঃখ ঝিনুক
একটু সবুর করো ; ঝিনুক শরীর ভেঙে
যদি পাই দু’একটা মুক্তো সুখ ,
ভাগ করে নেবো পাণ্ডব মতো. ..
পাঁচটা আরশি জুড়ে দেখা দেবে দ্রৌপদীর মুখ ।