T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় সুদীপ্তা চট্টোপাধ্যায়

কবন্ধ সময় …

ইদানীং জয়-পরাজয়,আনন্দ
শোক মিলেমিশে এক হয়ে যায়
তীব্র এক অসুখের মতো ক্রমশ
ঘিরে ধরে আলো ও অন্ধকার
ক্লান্ত স্নায়ুর ভেতর ঘ্যানঘ্যানে
অগনিত ঘুন-পোকা ,দীর্ঘতম
অমানিশার ঘোরে চোখ বন্ধ করেও স্পষ্ট দেখতে পাই চারপাশ জুড়ে দাঁড়িয়ে আছে সার বাঁধা কবন্ধ
অভিশপ্ত সময়ের পাশে ন্যুব্জ
সামগ্রিক বোধ ও বিষাদ
এত মৃত্যু ,এত মিছিল এত অস্থিরতা
অন্ধ দুচোখে জলন্ত চিতার ছাই
তবু রাত বাড়লে হতাশার উপকণ্ঠে দাঁড়িয়ে অসহায় শব্দের কাছেই মেলে ধরি আমার যাবতীয় ভয় ও ভাবনা ,অক্ষরের আকরেই খুঁজি দ্রোহকালের অনুপম আশ্রয়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।