বোশেখ আসে প্রিয়ার চোখের লজ্জা রাঙা আল্পনায়
বোশেখ আসে আমার প্রিয়ার ভাবুক মনের কল্পনায়।
বোশেখ আসে প্রিয়ার মাথার দীঘল কালো কেশে
বোশেখ আসে প্রিয়ার গায়ের রঙীন বরন বেশে।
বোশেখ আসে হাওয়ায় ওড়া শাড়ির আঁচল জুড়ে
বোশেখ আসে প্রেমের যাদুর মোহন বাঁশির সুরে,
বোশেখ আসে বিন্দু বিন্দু রূপোর দানা মুখে
বোশেখ আসে নতুন দিনের দারুন সৃষ্টি সুখে।
বোশেখ আসে মন যমুনায় ময়ূরপঙ্খি নায়ে
বোশেখ আসে লাল মাটির ওই প্রিয়ার ছোট গাঁয়ে।
বোশেখ আসে নীল গগন কুড়িয়ে পাওয়া নীলে
বোশেখ আসে তোমার লেখা কাব্য অন্ত্যমিলে।
বোশেখ আসে প্রিয়ার হাতের মেন্দি দেওয়া রেখা
বোশেখ আসে তোমায় নিয়ে কাব্য গীতি লেখা।
বোশেখ আসে রূপে ঝলমল পদ্ম দীঘির জলে
বোশেখ আসে আলতা রাঙা প্রিয়ার পায়ের মলে।