ক্যাফে কাব্যে ডঃ শর্মিষ্ঠা চক্রবর্তী

এ জীবন ভিক্ষাপাত্র এক
নীল একমুঠো বিষ খেয়ে ক্লান্ত আমি।
আমাকে এরপরও দেবে তুমি আকাশের নীল?
আমার নূপুর জড়িয়ে টান মারে লতা,
আমার ব্যথারা রক্তাক্ত হয় বারবার বারবার।
তবু ঘাস বিছাতে চাও পায়ের পাতায়?
ব্যর্থতার তিতকুটে স্বাদ জিভ ছাড়িয়ে শরীরে পৌঁছায়।
তবু প্রেম দিতে চাও সমুদ্রের মতো?
অস্থির অস্তিত্ব ভেসে যায় বমনেচ্ছায়।
আমার হয় না যাওয়া প্রবল উচ্ছ্বাসে প্রবাল দ্বীপের গুহায়। ওড়াতে তবু চাও আবিরের সংরাগ
কিছু লোধ্ররেণু,কিছু ফাগ
হাওয়ায় হাওয়ায়?
উড়িও চিতাভস্ম তবে,
তার আগে একবার বাঁচি চলো-
তারপর……
তারপর তোমার কোলে মাথা রেখে মরে যাবো শেষবার।