মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৭
বিষয় – সাহিত্যের আড্ডা/ ভাষা দিবস/ লিভ টুগেদার VS ম্যারেজ
সেই আড্ডাটা আজ আর নেই
সাহিত্যের আড্ডাটা আজ নিষ্প্রভ,
কফি হাউসের কফি গেছে জুড়িয়ে।
আজকে শুধুই আত্মপ্রচারের খোল- করতাল,
হাটের মাঝে ভীষণ বেসুরো মাত্রায় বাজে।
নীললোহিতের লোহিত যে আজ হিমশীতল,
শক্তিও গেছে কবেই শীতঘুমে।
প্রতিবাদের শঙ্খ নিনাদও হয়েছে স্তব্ধ,
তাই বুঝি সেই মজলিস গেছে ভেঙে।
আজ সবাই ভুলেছে প্রতিবাদের ভাষা,
নিতে শেখেনি সমালোচনার আশীষ।
আজ সবাই কুড়োতে চায় শুধুই বাহবা,
ভিড়তে চায় কেবলই খোশামুদেদের দলে।
তাই জমে না আড্ডা,
ওঠে না উষ্ণ পেয়ালায় তুফান।
মেকি হাসির মুখোশের বাড়বাড়ন্তে,
আসরগুলো বড়োই নীরস, একপেশে।
আসা যাওয়ার দ্বার যদিও বা উন্মুক্ত,
তবু মনের দ্বার যে নেই আর হাটখোলা।
আপন পিঠ চাপড়ানোর সমবেত শব্দদূষণে,
সাহিত্য কবেই ছেড়ে গেছে মনের চৌহুদ্দির সেই আড্ডাখানা।।