মার্গে অনন্য সম্মান শর্মিষ্ঠা চক্রবর্তী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩১
বিষয় – ভৌতিক / বসন্তের শেষে / কালবৈশাখী
কালবৈশাখী আসে ঐ
রাশি রাশি কালোমেঘ ছেয়েছে আকাশ,
এখুনি করবে গর্জন, উঠবে যে নাভিশ্বাস।
চারিদিক থমথমে রিরংসার সংঘাত,
বিদ্যুতের ঝলকানি অযাচিত সম্পাত।
গরু লয়ে ফেরে গৃহে রাখাল বালক,
তুলসী তলে গৃহবধূ দীপ হাতে দৃষ্টি অপলক।
গাছপালার ডগাগুলো এলোমেলো হরদম,
ঘরে ফেরে তড়িঘড়ি, স্তব্ধতার সঙ্গম।
পক্ষীকূল ভয়ে মরে, ডানাগুলি ঝাপটায়,
ধুলায় ধূসরে ধরা, বিপদ যেন ঝটকায়।
নভোমণি পাটে বসে, আড়ালে শঙ্কায়,
সন্ধ্যাদেবী চুপিসারে, ঝড়ে যেন কাতরায়।
চাল ওড়ে ভেজে ঘর, ঝমাঝম বারিধারা,
কর্দমাক্ত পথঘাট প্রাণী যেন গোবেচারা।
তার ছিঁড়ে নিভু বাতি, অমানিশা দিকছায়,
স্তব্ধ যেন জীবনগতি, প্রাণীকূল ভাবে হায়।
ধীর হয় ঝড় গতি, আলোলিত মেজাজে
আমগুলো কুপোকাত, গাছ তলে আমেজে।
ডাল ভাঙ্গে, ঘর ভাঙ্গে পাতা স্তুপের সন্তাপ,
উষ্ণতার লজ্জা, মুখ ঢাকা উত্তাপ।