মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩১
বিষয় – স্বপ্নের ফেরিওয়ালা
স্বপ্নের ফেরিওয়ালা
কতোই স্বপ্ন বোনে লোকে
দিনযাপনে রোজ,
তার কতটা হয় পূরণ,
কেউ রাখে কি খোঁজ?
দৈনন্দিন বাঁচার তাগিদে
কতো স্বপ্ন হয় বিক্রি,
চোখের জলে ঝাপসা হয়
কতো সনদ, কতো ডিগ্রি!
কারোর স্বপ্ন গড়তে গিয়ে
কারোর স্বপ্ন ভাঙ্গে,
কতো স্বপ্নের বলি হয়
ভালোবাসার অভিধানে!
রোজনামচায় আপোস যতো
নাম সবই, ভাগ্যের পরিহাস!
কারো জোটে করতালি,
আর কারো বা উপহাস!
এ কূল ভেঙ্গে ও কূল গড়ে
জীবন নদীর ধারা,
কেউ মালিক স্বপ্নের রঙমহলের,
কেউ স্বপ্ন বেচে সর্বহারা।
তুমি আমি সবাই,
স্বপ্নের ফেরিওয়ালা।
কভু গড়ি বুনিয়াদ,
কভু বিকিয়ে দিওয়ানা।।