মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ০৯
বিষয় – প্রেমের ঋতু বর্ষা
তাং-২৫\০৮\২০২০
বর্ষার কান্না
বর্ষা আজ তুমি এমন উতলা কেন?
বুকের ভেতর জমেছে কি অনেক ক্ষত?
শুষ্ক- তপ্ত আঁখি ভেদ করে যেন
অবিরাম ঝরেছে না বলা কথা, না বলা ব্যথা যতো
কতো রাত তুমি পুড়েছো দহন জ্বালায়?
কতো দিন গেছে তপ্ত মরু সম?
মনের জমিতে কতোটা জমেছিল লাভা?
উদ্গীরণের মাত্রা কি তাই এতো?
শান্ত কি আজ তোমার মনের জমি?
নাকি শ্রান্ত, অবসন্ন, ক্লান্ত?
তাই কি রুখেছো তোমার বারিধারা?
নাকি অশ্রু শুকিয়েছে , আঁখি আজও তপ্ত?
সবাই দেখে তোমার রিমঝিম ধারা
নুপুর পায়ে তোমার ধ্রুপদী নৃত্য
তোমাতে স্নাত,শান্ত হয় ধরা
সারায় ক্ষত, গর্ভে ধরে শস্য
প্রেমিক হৃদয় তোমায় নিয়ে করে কাব্য
উদাস বাউল একতারাতে সুর বাঁধে
সবাই খোঁজে তোমার স্নিগ্ধ রূপ
মনের মাঝে ক্ষত কজন বোঝে?
বর্ষা তোমার আঁখি সজলই রেখো
তপ্ত শ্বাসে ভরো না বুকের ক্ষত
মন খারাপের কথা বোলো বাতাসের কানে
তার কাঁধে মাথা রেখে কেঁদো সময় মতো …..