|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

মৃত্যুদিন
আজ এতো বাইশে শ্রাবণ
আজ বড়ো বেশি মৃত্যুদিন ?
এতো গান ফুল মালা পাতা
পড়িনি তো আমি একপাতা
না পড়েই লিখি কত কিছু
তিরিশ মূদ্রার মতো প্রেম
এখানেই তুমি ছিলে নাকি
বাৎস্যায়ন নিকশিত হেম
তবু ও কেউ একা বায় ডিঙি
কিছু এসে দেখে দিলে পারো
কত জল বাংলা কবিতায়
একা কতো ধোঁয়া সাফ করো
বড় বেশি বাইশে শ্রাবণ
তোমার কি লাগে বিবমিষা
তবু দেখো বেয়ে কেউ দাঁড়
ও দুটি পায়ের কাছে বসা
এতো কবি বলেছিলো কেউ
তার জানো অবনীর বাড়ি
আমরাও খুঁটে খাই কিছু
কখনো বা কোনদিন পারি II