কবিতায় সবর্ণা চট্টোপাধ্যায়

একফালি মেঘ
নিংড়ানো সকালের মাঝে একফালি
রোদের মতো নাকি মেঘের মতো আলতো, তুমি
আমি কেন সরে যাই! ছায়া হতে ভয় করে,
ছায়াদের কোনও আশ্রয় নেই।
আশ্রয় খুঁজি, গাছের মতো ঢেকে রাখা শীতলতা–
আগন্তুক আগুন জ্বেলে তারপর
ছুটে যাবে নদী হয়ে!
অন্যপাড়ে তরঙ্গ মাখা বিকেলে সন্ধের ডুবে
যাওয়া দেখবে ক্লান্ত পাখির মতো-
আর এপ্রান্তে আলোর উৎসবে আমি, একা হব আবার।
একা, হতে ভয় নেই! ভয় শুধু অনন্ত অপেক্ষাকে–
যা ব্যর্থ হলেও মানতে চায় না কিছুতেই দিনান্তে
আমি ছাড়া আর কোথাও নেই কেউ!