কবিতায় পদ্মা-যমুনা -তে সোমেন চ্যাটাজ্জী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ছোটবেলার স্মৃতি
ছোট্ট বেলায় বাতাবী তলায়
চুপটি করে বসে,
চেয়ে থাকতাম লেবুর দিকে
পড়বে কখন খসে
পড়লে পরে এক ছুটেতে
সোজা গিয়ে মাঠে,
ফুটবল টা পেয়ে গেছি
খেলবি কে আয় সাথে।
খালি পায়ে খালি গায়ে
সারাটি মাঠ জুড়ে,
যখন জমে উঠতো খেলা
লেবুটা যেত ছিঁড়ে।
পরেরদিন আবার খেলতে হবে
গেলাম লেবু খুঁজতে,
দুই লেবু এক ইটের ঘায়ে
কুড়িয়ে নিলাম আস্তে।
এবার আনন্দে সবাই আত্মহারা
পুরো খেলাটাই হবে,
খেলায় মনটা ভরে গেল সেদিন
লেবু দুটোই গেলো ফেটে।
খেলার শেষে বাড়ি ফিরে দেখি
লেবু কাকিমা দাড়িয়ে,
মায়ের কাছে করছে নালিশ
হাত মুখটা নাড়িয়ে।
হঠাৎ করে মা আমার
চুলের মুঠি ধরে,
কাঁচা কঞ্চি ভাঙ্গলো পিঠে
লেবু চুরির দায়ে।
সেই থেকেই বাতাবী বল
খেলা গেলাম ভূলে,
বাতাবী বল খেলার মজা
স্মৃতিতে রেখেছি তুলে।