• Uncategorized
  • 0

গদ্যের পোডিয়ামে সুজিত চট্টোপাধ্যায় (রম্যরচনা)

হড়কা প্রেম

এই ছেলেটা , শোন ,
তোকে আমার ভালো লেগে গেল। তোর বাইকটা হেব্বি ,, তোর চয়েস আছে , মানতে হবে ,,,,
এই,, আমার সঙ্গে প্রেম করবি ?
আরে,, ড্যাবড্যাব করে তাকিয়ে আছে দ্যাখো,,
কিরে,, বলনা,, করবি? প্রেম ?
না না চিন্তার কিছু নেই । শোন , ক্লিয়ার ব্যাপার।
যতদিন ভালো লাগবে , মানে দুজনেরই,,
ঘুরবো ফিরবো খাবো খাওয়াবো জন্মদিন ভ্যালেন্টাইন্স ডে কেক চকলেট গোলাপ
বিয়ার বিরিয়ানি আরও সবকিছু মানে সঅ অ ব।
সবই হবে টবে, কিন্তু,,,, ক্লিয়ার ব্যাপার,,,
যেই ভাললাগা হাওয়া হয়ে যাবে ,
তক্ষুনি ব্রেক আপ , ঠিক আছে ?
তুই তোর নতুন ভাললাগার জায়গায় , মানে , যদি নতুন লাগদাই কেউ জুটে যায় ,,,, কেটে যাবি।
আমিও একই , তাই করবো,,
আমার পছন্দসই নতুন ভাললাগায় সটান লেপটে, তোকে টা টা বাই,, ঠিক আছে ?
কিরে,, কিছু বল না,,, স্ট্যাচু শালা ।
ঠিক আছে,,, এই মেয়েটা,,,,
বলছি শোন,, ক্লিয়ার ব্যাপার ,, নো ফালতু কথা।
মাত্র পরশু দিন। পুরনো ব্যাপার ব্রেক আপ হ’য়ে গেছে।
মন্দারমনি অবধি ঠিক ছিল । হঠাৎ বায়না ধরেছে , মুম্বাই । কী মতলব কেজানে। ওসব রিস্ক কে নেবে , পাগল না মাথা খারাপ ? শালা ক্ষাপা কুত্তায় কেটেছে ! যাঃ ফোট। যতসব ফালতু কেস।
যাকগে , বাদ দে। ঝঞ্জাট হাটা।
শোন, ঝেড়ে কেশে দিলাম । নো দুনম্বরি ।
ক্লিয়ার ব্যাপার।
এখন তুই যদি সেই ফাঁকে গলতে চাস ,
ওয়েলকাম , নো প্রবলেম , বাট,,
কথা ইজ কথা । যতদিন ভালো লাগবে,,, ওকে?
কী সুইট রে তুই । তোকে আরও বেশি বেশি ভালো লেগে গেল । চল, বাইক স্টার্ট কর।
কোথায় যাবি ?
পার্কস্ট্রিট । শুরুয়াৎ সুরা । ওয়েলকাম ড্রিংকস।
হুইস্কি উইথ কন্টিনেন্টাল । কাল , চায়না টাউন। ঠিক আছে,,,?
ভর্ররররররর,,,,,, হাওয়ায় ভেসে যাওয়া বেপরোয়া দুরন্ত নির্বোধ দুচাকা।
হড়কে যেতে সময় নেবে না। নির্ঘাৎ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।