দিব্যি কাব্যিতে সাগ্নিক চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বর্ধিষ্ণু নাকি ক্ষয়িষ্ণু
সমকোনী, সমদ্বিবাহু, সমবাহু আরও কত শত ত্রিভুজের সমাহার দেখি।
আসমানী চাঁদ ছোঁবে ভাবে পাঁচতারা সর্বভূক।
সময়ের সাথে সম্পর্কে সবই সম্ভব।
সম্পর্ক জ্যামিতিক হয় এবং অনুপ্রেরনায় আবহবিকার।
একই ভুল তুমি আগেও করেছিলে,
চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছিলাম তখনো।
আবারো বোঝাবো, তবে কানের আঙ্গুলটা সরিয়ে ফেলো।
এমন এক সত্যের খোঁজে মৃত্যু পর্যন্ত যাওয়া যায়,
এমন এক মৃত্যুর জন্য তিন চার বার পুনর্জন্ম হতেই পারে।
আর দুশো বছরের গোলামি মেরুদণ্ডে ভরে দিয়ে গেছে প্রতিবাদ।
গন্ডগোল আমরা ঠিক টের পেয়ে যাই,
একসাথে গর্জে উঠব “চাক্কা বন্ধ”।
পেশিশক্তির অপব্যবহারে স্বর্গীয় জয় আসতে পারে না,
কাস্তের আপারকাটে সৌজন্য খুঁজে পেলে না কি?
সমাধি শুধু সলিলে হয় না, বন্ধু!
চুপ করে বসে বসেই কত শত অবক্ষয় করা যায়।