কবিতায় সারদা চক্রবর্তী

ফিরে এসো
ওরা বলেছিলো সব শেষ,
হারিয়ে গেছে ঘরে ফেরার উদ্বেগ।
জোনাকি রাত ভেবেছিলো,
পাবেই পাবে তারার সাথ।
ওরা বলেছিলো ঘন কালো মেঘের কোলে ও হয়েছে নিরুদ্দেশ,
ভেসে গেছে সব সেদিনেই চোখের জোয়ারে,
ফিরে তো আর কোনোদিন পাবেনা তাকে, সে তো গেছে বনান্তরে,
বহু দূর বহু দূর প্রান্তর পাবেনা তার দেশ।
সে হয়েছে দিক ভ্রষ্ট, তার সব স্বপ্ন নষ্ট,
সে হারিয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে,
গ্রহনের গভীর দাবানল ধ্বংস করেছে তার উন্মেষ ভালো থাকার, ভালোবাসার।
তবুও ওই যে দূরেই তার রাখালি,
আশার আলো চোখে মাখিয়ে, উরিয়ে আবেগের ধুলো।
বাজিয়ে বাঁশি বলছে ওকে,
ফিরে এসো ছুঁড়ে ফেলে মলিনতার গভীর কালো,
আমার ভালোবাসায় তোমায় নতুন করে গড়ো।
এক ঝাঁক রাত জোনাকি,
তাকে ডেকে বলছে হেঁকে।
ওই যে আলো রাত পোহালো,
ছুঁড়ে ফেলে মলিনতার গভীর কালো,
একরাশ ভালোবাসায় নিজের মনকে ঢালো।