তোমাদের বন্ধু আছে
আমার তো শত্রু ও নেই
আসলে দুকান কাটা
এলাতে পারছিনা কই
মনটা সন্দে ভরা
এই সব বুজরুকি তে
সায় নেই একটুও নেই
তবু ও তীব্র জ্বালা
যায় যার নিজের নিজের
সেই শোকে কাঁদছে কুমির
বাকি সব দেশদ্রোহী
কুমিরের কান্না গুলি
ছাড়িয়ে যাচ্ছে নেশা
তবু মন সন্দ জাগে
শব গুলি বানের জলে
ভেসে ভেসে যায় কতদূর
ততদূর অর্থনীতি গ্রাস করে
রাজার কুমার :
আসে না পক্ষীরাজে
যায় যার নিজের নিজের
কুমিরে কাঁদতে থাকে
সুযোগে ভোটের প্রচার
তা এমন খুব ক্ষতি কি ?
চলে যায় দিন চলে যায়
রাজা যায় ফিরে ও আসে
দিন যায় বীরের চালে
এই সব উলুখাগড়ার II