কবিতায় বলরুমে সোমেন চ্যাটাজ্জী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নতুনবছর (দু’হাজার একুশ)
তুমি এলে রাত বারোটার পর
কন্ কনে্ শীতের রাতে।
তোমার আগমনে দু’হাজার কুড়ি
লজ্বায় মুখ ঢাকে।
তোমায় নিয়ে মত্ত সবাই
বর্ষ বরণ চলছে,
সারটা বিশ্ব তোমার অপেক্ষায়
ঘড়িতে সময় গুনছে।
আলোয় আলোয় সেজেছে বিশ্ব
মেতেছে তোমায় নিয়ে,
তোমার কাছে প্রার্থনা সর্বত্র
মন্দির মসজিদ গির্জা ঘিরে।
বিশ্ব মহামারি তে সকলেই ক্লান্ত
শুধু তোমার আগমনে,
দু’হাজার একুশের নতুন সূর্য
উদিত হবে গগনে।
এই আশাতেই সারাটা বিশ্ব
আনন্দে আছে মেতে,
দেখবে নতুন সকাল নতুন সূর্য
নতুন পৃথিবী টা কে।
নতুন বছর দু’হাজার একুশ
মহামারি মুক্ত হবে,
ইতিহাসের পাতায় দু’হাজার একুশ
স্মরণীয় হয়ে রবে।