ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

খুঁজিস নাকি ভালোবাসা ?
” ভালোবাসা কই “এখন খুঁজিস কেন?
আ মোলো যা! যেন আমি দিইনি কক্ষনো!
আকাশ নীলে ঐ যে বেড়ায় সাদা মেঘের ধোঁয়া
ওরে বোকা! সে আমারই ভালোবাসার ছোঁয়া।
সাগর নীলে সাদা ঢেউয়ের ভালোবাসার চুমকি,
বুঝিস নি তুই, কি করবো বল; তাই দিয়েছি ফাঁকি।
এখনো তুই সত্যি বলছি ভালোবাসা চাস যদি,
কথা দিলাম, দেবোই তোকে
জল থইথই এক নদী।
ডুব সাঁতারে আয় চলে এপারে,
ভিজিয়ে দেবো হাজার চুমোয়
হিজল বনের ধারে।
কিন্তু সেসব মনের কথা
আসবি না তুই জানি,
বয়স আমার বেশ বেড়েছে
সেটাও আমি মানি।
তবু একবার চোখপানে দ্যাখ চেয়ে,
সত্যি বলছি হারিয়ে যাবি আমার ” কালো মেয়ে “।
হোক না বয়স, না হয় আমার একচোখেতে ছানি,
মনের ভিতর ভালোবাসার লাল প্রবালের খনি।
দ্যাখ, ভেবে দ্যাখ নিবি নাকি ভালোবাসার পাহাড়!
পাট্টা লিখে বিলিয়ে দেবো, থাকবে না হারাবার।