সম্পাদকীয়

পয়লা বৈশাখের আবাহন: কিছু আনন্দঘন মুহূর্ত
পয়লা বৈশাখ বা দেশের কিছু কিছু প্রান্তে পহেলা বৈশাখ মানেই জীবনের এক অনন্য জয়গান। বাংলা পঞ্জিকাসূত্র ধরে যদি চলি তাহলে পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম দিনটি বা বৈশাখ মাসের এক তারিখ, আর তার সাথে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে বাঙালি জাতির অন্তর থেকে বর্ষবরণের সঙ্কল্পটি আরো জোরালো হয়। যে কোনো মাঙ্গলিক কাজে হলুদ বিশেষভাবে ব্যবহৃত হয়, আর পয়লা বৈশাখের শুভ দিনটিও এর উর্দ্ধে নয়, হলুদ-জলে চান করে, নতুন জামাকাপড় পরে, শঙ্খধ্বনি দিয়ে প্রভাতফেরির জয়যাত্রা শুরু করে মানুষ একে অপরকে আলিঙ্গন করে নেয়। জেগে ওঠে ভ্রাতৃত্ত্ববোধ, মানবিক চেতনা, নতুনকে আবাহন করে এগিয়ে চলার শুভাকাঙ্খা। উল্লেখ করা যেতে পারে, পয়লা বৈশাখের থিম্যাটিক অঙ্কন নিয়ে বাংলাদেশের ফ্যাশন পরিমন্ডলেও এক অন্যরকম ধারা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে বিভিন্ন গ্রামের মানুষরা এইদিন বৈশাখী মেলার আয়োজন করে। দোকানদাররা হালখাতা (নতুন খাতা) খুলে তাদের গ্রাহকদের মিষ্টি উপহার দেয়। দিনটি শহরের মানুষের কাছেও একটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকে। তারা খুব ভোরে উঠে তাদের সেরা পোশাকটি, বাংলাদেশে, ভারতে, এমন কি, বিদেশে বসবাসকারী বাঙালি (কিছু কিছু ক্ষেত্রে অবাঙালিরাও) দিনটিকে আরো সুন্দর করে তুলতে, মহিলারা শাড়ি এবং পুরুষরা পায়জামা এবং পাঞ্জাবি পরে।
এই পয়লা বৈশাখের শুভ মুহূর্তে তোমরাও তোমাদের লেখা, আঁকা আমাদের সাহিত্য হইচই-তে পাঠিয়ে দাও, পয়লা বৈশাখ উপলক্ষে। মেইল করো আমাদের :
techtouchtalk@gmail.com
sreesup@gmail.com
শ্রীতন্বী চক্রবর্তী