মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৬
বিষয় – কবিতা জীবনানন্দ দাশ/ ফাগুন/ পলাশফুল
শ্রদ্ধায় স্মরণে কবি জীবনানন্দ দাশ
জীবনের মূল্যবোধে যিনি খুঁজতেন
আনন্দকে সদাই,
পল্লীমায়ের বর্ণনাতে যাঁর কলমে ঝরে পড়তো রোশনাই,
তিনিই তো আমাদের ভালোবাসার কবি জীবনানন্দ দাশ।
যাঁর নকশী কাঁথায় বোনা ছিল সাঁজু রূপাইয়ের প্রেমের চাষ,
যাঁর আধুনিকতার কলম ছুঁতো রবি ঠাকুরের পরেই চরণ,
যাঁর বনলতা সেন আজো পায় সকলের হৃদয়ে উষ্ণ বরণ।
প্রকৃতি ও নারী তাঁর কাব্যে মিলেমিশে হয় একাকার,
এমন বরেণ্য সাহিত্যিক এ জগতে মিলবে না আর।
এ ধরায় ক্ষণিকের অতিথি সম দিয়ে গেছেন তাঁর সৃষ্টিতে অকৃত্রিম দান,
একটি অযাচিত দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তাঁর তরতাজা প্রাণ।
ভালোবাসার পিয়াসে ঘুরে ফিরেছেন তিনি কত শত পথ,
তাঁর সৃষ্টি সৃজনে সগৌরবে এগিয়েছে বাংলা সাহিত্যের বিজয় রথ।
হে পল্লী কবি তোমারে জানাই মোর অন্তরের শতকোটি প্রণাম,
মনের মণিকোঠায় রেখেছি আজো লিখে স্বর্ণাক্ষরে তোমারই নাম।।