মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭২
বিষয় – মা সারদা/ বড়দিন/ ছোঁয়া
পরশ
পরশ যেন অনুভূতির এক আকর,
বয়ে নিয়ে চলে ভালো মন্দের কত সাক্ষর।
প্রকাশ যেথা হয় না আড়ম্বরে,
নিশ্চুপ কিছু কথারাই সেথা বাস করে।
কতোই না স্নেহ, ভালোবাসা, প্রেমের, থাকে অস্তিত্ব তাতে,
কতোই না সুখযাপন এই পরশের আবেগী উষ্ণতাতে।
আবার কতোই না পূতিগন্ধময় পাঁকের আভাস এই পরশেরই দ্বারা সৃষ্ট,
কত শত নরাধম এই পরশকেই করে নিকৃষ্ট।
আবার কোথাও অসহায় দুর্বলের এই পরশই হয় আগামীর, বাঁচার, এক খড়কুটো,
মৃতপ্রায় মানুষের হয়তো বা এক সঞ্জীবনী সুধা যাকে আশ্রয় করে সে বাঁচে শেষের দিন দুটো।
পরশ হয় মমত্বের, মাতৃত্বের এক ভাষা,
যাকে শিশুমন চিনে নেয় সহজাত স্বভাবে , সে যে তার অন্তরে বাঁধে বাসা।
তাই বুঝি কেউ পরপারে বিলীন হওয়াতেও তার পরশ থাকে প্রাণে,
পরশ যে অন্তরের ভাষা, যার স্থায়ী নিবাস সদা মনে।।