কাব্যানুশীলনে শুভঙ্কর চট্টোপাধ্যায়

উপেক্ষা
তুমি যাকে উপেক্ষা দিয়েছো,
ব্যথা তার গায়ে লেগে ফেরে
যে আসলে বহু আগে মৃত,
কী পাবে আবার তাকে মেরে!
হাওয়ায় কান্নার দাগ লেগে
ফিরে যাবে তোমাদেরই দিকে,
স্বাদবদলের শখে এলে
দেখবে আলোর রঙ ফিকে।
যাকে তুমি অবহেলা দিলে
সে তোমার মাটি ভিজিয়েছে,
তার চোখে জল নিভে এলে
দেখবে,আকাশও পুড়ে গেছে।