মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২০
বিষয় – অসহিষ্ণু/ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে/ প্রজাতন্ত্র
বাঙালীর প্রেমের বোধন
কিশোরী মনের প্রথম আবেগ
প্রথম প্রেমের পরশে,
হলুদ শাড়িতে নারী হয়ে ওঠা
বাগ- বন্দনার অবকাশে।
কাজের ফাঁকে চোরা চাউনিতে
দৃষ্টি বিনিময়,
দুরু দুরু বুক, লাজে রাঙা ছুট
মনেতে অজানা ভয়।
হাতের চুড়ির রিনরিন সুরে
বুকেতে মাতাল ঝড়,
রুনুঝুনু নূপুর ধ্বনিতে
মন হারায় নিজ ঘর।
অঞ্জলির ফুলে প্রেম বর্ষণ,
হাতের পরশে উষ্ণতা
বাগ- বন্দনে মুকুলিত হয়
কতো প্রেমের রঙীন গাথা।
বাঙালীর মনে প্রেমের ফাগ
বাসন্তী পঞ্চমী ছড়ায়,
প্রেম উৎসবের অবগুণ্ঠন খুলে
বসন্ত আগাম বার্তা দেয়।।