T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় শান্তালতা বিশই সাহা

মাতৃভাষা

তোমাতে আমাতে কথায় ছন্দে সুরে সুরে তালে তালে
একান্তে বসে মিলনের গান  গেঁথেছি,
অধরে তোমার দেখেছি ভূবনমোহিনী হাসি,
তুমিই আমার কাব‍্যভরা “তৃষাহারা সঙ্গসুধা”,
আমার পরকালের গয়া-গঙ্গা।
দেখিনি কাঁটাতারের সীমান্ত,
দেখিনি গঙ্গা-পদ্মার সঙ্গম,
তবুও তবুও ভালোবেসেছি তোমায়।
জানি এ শীতল ধরণীপরে রয়ে যাব একদিন
একমুঠো ছাই হয়ে,
পঞ্চভূতে বিলিনের পরও।
যেখানে আম কাঁঠাল জামরুলের বনবীধিতলে
শ্বাস নিই বুক ভরে,
যেখানে বাউল ফকিরের গানে
মন-প্রাণ জুড়িয়ে নিই।
জান, একদিন তোমারই মুখ চেয়ে
এক বিদেশিনীকে তার ইংরেজী গানের জবাবে শুনিয়েছিলাম,
“আমার এই পথ চলাতেই আনন্দ”।
সেদিন গর্বে ভরে উঠেছিল আমার বুক
জনৈকার তন্ময়তা দেখে,
একবুক অহংকার নিয়ে ঘরে ফিরেছিলাম।
তুমি আছ বলেই না
আমার এত গর্ব এত অহংকার!
শিশুর মুখে ফোটা প্রথম বুলি, মাতৃদুগ্ধসম
আমার মায়ের স্নেহশীতল স্নিগ্ধ স্নেহাঞ্চল।
জানি গো জানি; তুমিই আমার আজন্মকালের সাথী,
আমার মুখের মধুর বুলি,
আমার মাতৃভাষা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।