মার্গে অনন্য সম্মান সুতপা ব্যানার্জী(রায়) (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৭
বিষয় – মাতৃভাষা / আত্মসম্মান / বৈরাগী
সার্থকতা
সেই কবে ঝিলিমিলি রোদে,স্বচ্ছ আকাশ পানে,
ভেসেছিল তনু,প্রাণ কোন্ নবীন সুরের টানে,
বিরতি না চায়,দণ্ডের তরেও নতুন প্রেমের আর্তি,
রটুক না যা রটে রটবার নানা নামে নানা কীর্তি,
বুনো ছাতিমের বন্য গন্ধে হয় সে বুনো প্রেম গাঢ,
সৃষ্টি সুখের উল্লাস সেথা,বাড়ায় অন্তর্দৃষ্টি আরও,
প্রেম,পূজা,বিচিত্র পর্যায় সুর সেথা খেলা করে,
সাজানো যত উপচার ঐ জীবন রাখে যে ভরে,
তবু সচেতন সে কানন সকল বঙ্গ জীবন মেলায়,
সাম্রাজ্য লোভীর দৃষ্টির লাগি পড়ে বঙ্গ জ্বালায়,
উসকানি আসে ধর্মের নামে ওঠে বিভেদ প্রাচীর,
সীমানা নামক কাঁটাতারে হল বঙ্গ হৃদয় চৌচির,
চলে ভিটে,ঘটিবাটি হারিয়ে,কখনও বা প্রিয়জন,
এ পার,ও পারে আছে শুধু সাথে মাতৃভাষার ধন,
রাখীর শুভেচ্ছাও বাঁধতে পারে নি বৃন্তের দুই দিক,
নষ্ট,ভ্রষ্ট চক্রান্তেরা বাঁধতে দেয় নি ধিক শত ধিক,
দুই পারেতেই শাণিত হয়েছে ভাষার আগল বাঁধা,
কন্ঠ তার রুদ্ধ করেছে কল্পিত সংখ্যাধিক্যের ধাঁধা,
তবুও বাঙালি দু পারেতেই ছিল যে সজাগ ভারী,
চেষ্টার্জিত সম্মান রাখা,ছিল তারই বাহাদুরি,
ভাষার দাবীতে দিল প্রাণ সালাম, বরকত,জব্বার,
রফিক,শফিউর,মায়ের সন্তান গর্ব ও বাহবার,
ভাষার দাবীতে ভাষার নামেতে জন্ম সে দেশের,
অনেক সংগ্রাম, কষ্টের পর সুখ ছিল শেষের,
চিরপ্রেমিকের কন্ঠের গান সে দেশের প্রিয় সঙ্গীত,
রাখীর বাঁধন স্মরণ করে ভালোবেসেছে সব গীত,
সাজানো স্বপ্ন মাতৃভাষার যাচে সঠিক উত্তরাধিকার,
একইরকম ভালোবেসে বুঝে নেবে ভাষার অধিকার,
আন্তর্জাতিক হওয়ার নামে ভাসছে ঠুনকো ঠাঁটে,
দুই বাঙালি কইছে ইংরেজীতে,যাচ্ছে বাংলা হটে,
গান,পান সবই অ্যাংলো ঢঙে,সমস্যা সবই এক,
কাজের জন্য শেখো না বিশ্বের নানা ভাষা শতেক,
মাতৃদুগ্ধের সেরা মূল্যটুকু দিও আপন মাতৃভাষার,
তবেই সার্থক ভাষা দিবসের স্মরণ,বরণ,আশার।