দিব্যি কাব্যিতে সুতপা ব্যানার্জী(রায়)

গুচ্ছকবিতা
প্রেম- হৃদয়ের গাছকৌটোতে সে আড়ালে,
দুরু দুরু বুকেও মেটে না তৃষ্ণা,
আরো চাইয়ের চোরা অভীক্ষণে,
স্বপ্ন স্বপ্ন ভাবনাগুলো বেখেয়ালে,
অগোছালো স্বস্তিতে বিনা পরিসীমায়।
বিরহ-অ্যান্টাসিডেও কাজ না হওয়া,
বক্ষের সমাপতনে ঠায় দাঁড়িয়ে,
নিজের নির্ভেজাল অস্তিত্বে,
দাবীদার ভেঙে যাওয়া প্রেমের,
তিক্ত তরুক্ষীর ভাঙা ক্যাকটাসের।
লোভ- পাওয়া না পাওয়ার দোলাচলে,
মুদ্রায় কিংবা রক্তমাংসে,
যুক্তি সাজানো আছে ঠিক,
শৃগালের ধূর্ততা, সর্পের ক্রুরতায়,
স্বপক্ষের জড়ানো জালে ওৎ পেতে।
পাপ- সংজ্ঞা পাল্টে পাল্টে একবিংশে,
ধরা না পড়লেই সঞ্চয়ের পুণ্যে,
শালীন-অশালীনের ডিগবাজিতে,
ফ্যাকাসে সাদার উপস্থিতিতে,
হামবড়ার ধ্বজা উড়িয়ে বেঁচে।