গদ্যের পোডিয়ামে সোমা মুখার্জী বাবলি – ধারাবাহিক – (পর্ব – ২)

লাইফ লেজা্র
রূপম ইসলাম আর মা মিলেমিশে একাকার হয়ে যায়___
কলিংবেল বেজে ওঠে হঠাৎ, গানের স্বরে চাপা পড়ে যাবার জোগাড় __সম্বিত ফেরে ফোনের কলে। আননোন নম্বর , মানে জিনিসটা এলো বুঝি! গান থেমে গেছে ততক্ষনে। ইউটিউব থেকে চলছিল গান।
কল ধরতেই ক্ষনিকের বিরতি। জমাটো থেকে এসে গেছে সন্ধ্যার খাবার। খাবারটি নিয়ে ডাইনিং টেবিলে রাখতেই, মায়ের জড়ালো কন্ঠস্বর __ “আবার তুই এসব নিয়েছিস?”
রিক্তা এবার গান বন্ধ করে দেয় । মায়ের গলা জড়িয়ে টেনে চেয়ারে বসিয়ে খাবারের প্যাকেট খুলতে থাকে। আজ সন্ধ্যায় জলখাবার চিকেন স্যান্ডউইচ, মায়ের মুখে তুলে দেয় । এতক্ষণে শান্ত হন মাতৃদেবী। ওদিকে চা জুড়িয়ে জল । চা কে মাইক্রোওয়েভে চালান করে রিক্তা ও বসে পড়ে স্যান্ডউইচ ভক্ষণে। তারপর যা হয় আর কি! মায়ে ঝিয়ে গল্প জমে ওঠে নিত্যকার।
মোবাইল টিপতে টিপতে কথা বলা এখন এক স্বভাব হয়ে উঠেছে সবারই, রিক্তাও তার বাইরে নয়। এমন বেশিক্ষণ চলতে থাকলে , মাতৃদেবী ভেবে বসেন সে কোন কথাই শুনছে না। অগত্যা ফোনটিকে সাইলেন্ট করে রেখে দিতে হয় ।
মাতৃদেবী জানতে চান” কতদিনের জন্য যাবি দীঘা? “রিক্তা র এবার মাকে নিয়ে যেতে খুবই ইচ্ছে করছে । সে কথা জানতেই রিক্তা খেয়াল করে,মা বেশ খুশি হয়ে পড়ছে। তবে সেই খুশির রেশ বেশীক্ষন থাকে না।
চিরন্তন সেই প্রশ্ন,” বাড়িতে কে থাকবে?”