হৈচৈ কবিতায় সমীর বরণ দত্ত

কাক

আমরা কাকের জাত –
সব সময় করি উৎপাত ।
যতসব নোংরা পচা,
সবই আমাদের খেতে মজা ।
আমরা সবার করি উপকার ।
তাই আমাদের নাম ঝাড়ুদার ।
চাকরিতে দুটো প্রমোশন কমপালসারি ।
আমাদের বেলায় যত ঝকমারি ।
ঝাড়ুদার হয়েই থাকব চিরকাল ?
একটা প্রমোশন আশা করতেই পারি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *