T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় সংহিতা ভৌমিক

আলোয় মা
মাগো তোর রূপ দেখে মোর বুক বাঁধি
কোথায় পেলি এতো আলো,
আমি কেবল নিশুতি রাতে
প্রদ্বীপ জ্বেলে ঘুচাতে চাই যতো কালো।
তোর চোখের তারায় জগৎ আলো
তুই মা শীতলশ্বাসী কিংকরি,
কখনও নিধন কালে শত্রু বিনাশী
মুন্ড মালা গলে তুই মা ভয়ঙ্করী।
আলোর পথে আলোয় মা,
তুই থাকতে আমার ভয় কি মা,
ভালো নেইকো, নিখোঁজ আলোকিত ধরণী
রক্ত মাখা খড়গ হাতে তুই বেশ চণ্ডী রুপিনী।