দিব্যি কাব্যিতে শুভঙ্কর বিশ্বাস

হয়ত নদীভরা জীবন

এমন করে নদীর কথা বলছো কেন?
উঠোন আঁকা আল্পনাতে ভাসার কথা,
সোহাগ হলে সমস্ত পথ ধূলিসাৎ এ দাও উড়িয়ে,
শুকনো পথে নদীর আবার মস্ত খেয়াল,
স্বপ্ন যত জোৎস্নাতে কুড়িয়ে নিয়ে করছো আড়াল,
কেমন নদী,উৎসপথে আসার আগেই হও আবেগী ?
খাজনা দেওয়ার চাবুক মারে ঐ যে ডাকাত মনপাহাড়ী,
কেমন করে বলব নদী সৃষ্টি তোমার ইচ্ছারথে—চলছে দেখো,চলছে দেখো বেখেয়ালে।
আমার আবার মস্ত নদী ,
ছলাৎ ছলাৎ রাগ আসমানী।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।