কবিতায় শান্তনু ভট্টাচার্য

মূর্তি
অনেকদিন পর মনের মত কাজ পেয়েছি
নিজেই নিজের মূর্তি গড়ে
নিজের হাতেই ভাঙছি
চোখে কিন্তু কোনো জল নেই
নেই বাড়তি কোনো উচ্ছ্বাস
যন্ত্রের মতো মূর্তি তৈরি করেই -ভেঙে ফেলছি
দূরে একটা মেঘ হামাগুড়ি দিয়ে উঠছে আকাশে
যেন রাবণের সিঁড়ি
একটা হারিয়ে যাওয়া বাঁশি
যাতে ফুঁ দিলে বেজে উঠতো জলতরঙ্গের সুর
কোথাও যেন বাজছে,
নিজে নিজেই বেজে উঠে
নিজে নিজেই হারিয়ে যাচ্ছে
কোনো অভিমান ছাড়াই…