তোমার জীবন ,বসন্তের মত রঙীন ছবি আঁকে,
আমার রূক্ষ জীবনে শুধুমাত্র দুঃখ বাসা বাঁধে,
কোকিলের ডাকে, তুমি ছুটে যাও
পলাশ, শীমূলের বনে,
আমি ছুটে বেড়াই ঠিক তখনই,
কর্তব্যের তাগিদে!
মহুয়ার নেশা মাতাল করে তোমায় যে সময়,
অভাব তখনই কাঙাল করে আমায় সে সময়! ,
তুমি যখন চৈতালী রাতে কাব্য খুঁজে পাও,
আমি তখনই ক্লান্ত চোখের আরাম খুঁজতে চাই!
একটু বসন্ত দখিন হাওয়ার সাথে,
আমার জন্য পাঠিও!
থাকবে সে আমার কাছে ভালোবাসার পূঁজি হয়ে।
যত্ন করে রাখবো তাকে, মনের গভীরে!
আমাদের জীবন স্রোত মিলবে এসে,
এই মোহনায়,
বসন্ত তবে আসবে একটি বার,
আমারও আঙিনায়!